ইচ্ছে ছিলো তোমায় নিয়ে
করবো সমুদ্র ভ্রমণ ;
বে-ওয়ান জাহাজে চরে
সেন্টমার্টিন দ্বীপে যাবো,
সেথায় গিয়ে পৌষের হিম রাতে
মধ্যেখানে আগুন জ্বেলে
শীত পোহাবো দুজন মিলে ,
খাবো মাছের বারবিকিউ।
কোরাল মাছের পোড়া গন্ধে
আমরা দুজন বিভোর হবো, মাতাল হবো।
তুমি আমি এক চাদরে চুপটি করে
বসে শুধু চোখের দিকে চোখ রাখবো।
পিঠের মাঝে হেলান দিয়ে
আমরা দুজন জোছনা দেখবো;
সমুদ্রের স্বচ্ছ জল
যে জোছনার আঁকে প্রতিচ্ছবি ।
ছেড়া দ্বীপের সৈকতেতে ঘুরে বেড়াবো।  
হাতের মুঠোয় তোমার ওই হাতটি নিয়ে
নির্জনেতে হেঁটে বেড়াবো।
ইচ্ছে ছিলো তোমায় নিয়ে  
সাদা রঙের শান্তির পতাকা বানিয়ে
উড়াবো হৃদয় আকাশে।
আকাশ পানে যেমন উড়ে
একজোড়া রঙিন বেলুন-
তেমনি করে আমরা দু'জন
যুগলভাবে উড়বো গোটা আকাশ জুড়ে।
কিন্তু আজ কেবল দেখি,
সেন্টমার্টিন দ্বীপ আছে,
ছেড়া দ্বীপের সমুদ্রে নোনা জলে
উপচে পরা ঢেউ আছে,
নির্জনতা আছে-
তুমিই কেবল সুদূর পানে।
আর আমি কেবল বিষন্নতার প্রহর গুণি
সারাটি ক্ষণ।