থমকে গেছে আজ আমার এই
উচ্ছ্বল পৃথিবী,
প্রেম উন্মাদনায় কাটেনা এখন আর
কোনোই প্রহর,
শত উচ্ছ্বাস আর হাসিমাখা মুখ
আজ কেবলই বিষাদময়।
স্বপ্নময় সময়গুলো আজ
বিষে ভরা বাণ।
বিষাদ ভরা মন নিয়ে শক্তিহীন মৃতপ্রায় আমি নাবিক এক-
পাড়ি দিচ্ছি যেন এক অকূল পাথার।
নিভে গেছে আজ
সমুদ্রের পথপ্রদর্শক বাতিঘরের আলো,
কোনো কূল কিনারা খুঁজিনা
আজ আর
গন্তব্যহীন পথভোলা এক
নাবিক পর্যটক আমি।