তুমি আছ বলেই
জন্ম নিতে পারে
একেকটা কর্ম যোগী পুরুষ  !
তুমি আছ বলেই
বেড়ে উঠতে পারি আমরা কর্ম প্রেমীরা।
আর তা না হলে কোথায় ভস্ম হয়ে যেতাম তার কোনো খবরই কেউ রাখতো না কখনো।
তুমি আছ বলেই
চুপচাপ, মনের আনন্দে,
পরম মমতায় তৈরি হচ্ছে
এক একটি কর্মঠ বীর।
আর তোমার ওই শরীর খারাপ না হলে
স্তব্ধ হয়ে যেত
আমাদের মতো মনুষ্যের বিস্তার।
তুমি ছাড়া কোন পুরুষকে খুঁজে পাওয়া যাবে না
কোনো রঙ্গমঞ্চ বা উদ্যানে।
তুমি ছাড়া কোনো পুরুষ
পায়না'ক এই হৃদয়ে বল,
তুমি আছ বলেই
কখনো কখনো
কোনো কোনো বীর
তোমার বিরহে
একা একা নীরবে কাঁদে।
তুমি আছ বলেই
পাজরের ওই হাড়
কখনোই সোজা করা যায় না।
তুমি আছ বলেই প্রেম আছে
বিরহ আছে, আছে হাসি-কান্না।
একদিন তুমিও ইতিহাস হবে
জেনে নিক এ ধরার
মনুষ্যসকল।