মানুষ আদৌ কি হবি না হারামজাদা,
বেঢপ জানোয়ার?
চেটেপুটে খাস জনগণের সত্ত্ব,
রাষ্ট্রের কোষাগার।


চাটার দলের চাটুকারিতা
আর তেলবাজির গাঁথা
সৎলোকের স্থান কেড়ে নিস,
যোগ্যতার খাস মাথা।


চোরের খনির কম্বলচোরা চেতনাবাজের
আজকের বেজম্মা,
বুঝবি সেদিন ওঠবে যেদিন
বেগতিক জাতির দম্মা;
‘আ’ উচ্চারণ করবি শুধু,
ছিটকে পড়বি আস্তাকুঁড়ের মাঝে।
চৌর্যকৃতির কর্মযজ্ঞের
এবার খেসারত দেবে কে?


খেসারত যে দেয়, আর
যে নেয়--নয় সমান সহিঞ্চু,
অসহিষ্ণুতা সামনে এলে
পথ পাবি না কিন্তু!


যুগ যুগান্তর কেটে যাবে,
হয়তো থাকবে না আর নাম,
বারবার ---পুনর্জন্মের আশা ছাড়,
দিচ্ছি সেই পয়গাম!