শানু যদি কোন কথাই না বলিয়া
শুধুই বলিত, ‘তোমার কলিজাটা চাই!’
আমি বিনা দ্বিধায় ওর মুখশ্রীর পানে চাহিয়া থাকিয়া
ঐ ধ্যানে, ঐ খেয়ালে মহাপ্রাপ্তির সুখে কান্নাময় হাসিতে
আমার বুকটা চিরে কলিজাটা করিতাম অবনমিত;
ও সেইটা রাখুক না ওর চরণতলে!;
অজান্তেই হয়ত শেষ নিঃশ্বাস করিতাম ত্যাগ,
হায় রে, সুখের মরণ! -
সে’ ত আর হইল না!