ইন্টারনেটের সাথে যতদিন ধরে যুক্ত আছি একটি বিষয় দুঃখের সাথে অভিজ্ঞতা করছি, কোন স্ট্যাটাস, লেখা ইত্যাদি যদি কোন নারীর হয়ে থাকে সবাই যেন সে দিকেই ঝুঁকে পড়ে। আমি সবার কথা বলছি না। কোন স্ট্যাটাস, কবিতা, গল্প ইত্যাদি নারীদের হলে তাতে প্রচুর লাইক, মন্তব্য ইত্যাদি পাওয়া যায়। আমরা এ কাজটা কখনও পড়ে কিম্বা না পড়েও দিয়ে থাকি। আবার ছেলেদের বেলায় কেউ যদি লাইক বা কমেন্ট করে, তাহলে আমরা কেউ কেউ কেবল দায়সারা কাজ করি মাত্র; কেউ আবার তাও করি না। এগুলো অত্যন্ত দুঃখদায়ক! একারণেই অনুপ্রাণিত হয়ে অনেকেই ফ্যাক আইডির আশ্রয় নিচ্ছে; কেউবা ছলনার ফাঁদ ফাঁদছে। অবশ্যই এ অসুস্থ্য সংস্কৃতি থেকে আমাদেরকে বের হতে হবে। আমরা এখানে যারা লিখি বা পাঠ করি, আমি মনে করি, নিজেকে কবিতা অঙ্গনে শুদ্ধ করা ও অন্যকে অনুপ্রাণিত এবং সংশোধনের জন্য পরামর্শ ইত্যাদির জন্যই করে থাকি। আমি বিশ্বাস করি, শুধু লেখক নয়, পাঠক ও সমালোক হয়ে এখানে কাজ করলেও প্রত্যেকের ভাল উপকারে আসবে। শ্রদ্ধেয় শিমুল শুভ্রকেই মাত্র এই দায়িত্বটা পালন করতে দেখেছি। আমিও অনুপ্রাণিত হয়ে এমনটি করার প্রয়াস পাচ্ছি কিছুটা।
আসুন, আমরা সবাই শুধু লেখক না হয়ে একজন ভাল পাঠক ও সমালোচক হই! সবার প্রতি আশার রইল!
সবাইকে অনেক ধন্যবাদ!!!