এক ঘর আমি পূর্ণ করিতে চাহি,
পূর্ণ হয় সে আরেক ঘর; কোন ধন
কোথা হইতে আনিয়া কোন পথে
হয় প্রবিষ্ট! আমি ভ্রান্ত পথ যাত্রী।


শেষে বিহনের ডাক শুনি অপূর্ণ ঘর হ’তে।
চেনাপথ; তবু হাড়াই বারবার;
পাড় হই চেনামত।
মানবের প’রে ধর্মের বিধান
লঙ্ঘিয়া সুখী কোন মানব সন্তান?


জীবন পথ অতিক্রম করে জীবনেরই পথে - ভ্রম
পন্থাধারে ফল - অযাচিত;
আসল ঘর পূর্ণ করিতে
নিতে হইবে পথ, প্রকৃত।