হিয়ার মাঝে লুকিয়ে যে আর রইবে কতোকাল,
তব বিরহে জীবনটাই যেন নাকাল!


তব মূরতি ছূরত এসে
কতোই কায়ে পড়ে,
শানু-সহ কতোই মানবী
তব ঐরূপ ধরে;
তার মাঝে সুখ খুঁজে
মিছে দৌড়-ঝাঁপ অবরে!


কবে তুমি বের হবে যে, দেবে চর্মছোঁয়া,
তার আগে যে শানু-দের আঘাতে
হৃদয় যে যায় ক্ষোয়া!


এবার তো তুমি বাইরে আস,
হৃদয় দিয়ে ভালোবাসো - এ অযুধিষ্টির
জীবনটাকে করো না বানচাল!