কবিতার ছলে
আর কতোই কবিতা বা লেখা যায়?
প্রকৃতি নিয়ে কবিতা প্রমান,
আধ্যাত্মিকতা ভীষণ দায়;
বয়সেরও ভার লাগে!


কবির কলম চলবে না -
সে-কি ভাবা যায়!


কী আজব নারী
কাব্যকথায় ভারি,
ঢেলে দিলে ..............


আমি আনাড়ি,
এতো কি আর বুঝি?
শেষে দিলে বিরহ গাঁথা,
পাতা পাতা
অশ্রুও লিখে চলে আজ কবিতা।