আমি বুক পেতে সই মেঘের আঘাত;
বারি ঝরে,
আমি অভিযাত্রীরে
স্থান দিই বুক পেতে,
আমি নীরবে সই পদাঘাত -
পর্বত প্রোতাশ্রয়, আমি!


আঘাতে আমি কাঁদি, তাতে
তোমাদের আকাশে ওঠে ভানু।
শোন, আমি সানু!