শিশির, কুয়াশা আর
শীতের তাপস
শস্য-সবজির মাঝে
সুন্দর আপোস -


শরিষার হলুদ ফুল
দিগন্তজোড়া,
পালানে রসুন-পিঁয়াজ,
মুলা-গাজর,
লালশাক-পালংশাক,
জাঙলায় লাউলতা
সুন্দর --
ফুল-ফল আর সবজির শীতকাল।
বায়ু শুষ্কতায়
প্রকৃতির পরশ!


সকালের খেজুরের রস পান
অমৃত সমান;
পুলি-পাটিশাপটা-ভেজানো-বড় পিঠা
স্বাদে ভরপুর, হরণ করে প্রাণ
রসের সুরস!


এ বাংলা হোক চিরজীবি,
তার পল্লী বেঁচে থাক --
এমন সাধের শীতকাল
কভু হারিয়ে না যাক!