চিরদিন এভাবেই অব্যক্ত রয়ে যাবে।
প্রকৃতির কাছে শিক্ষা নিয়েছি -
শ্রাবণ কাতরতা;
বলতে চাইনিও কখনো, হয়নি বলা,
শুধুই বোধেছি পরম পরতে -
তোমায় ভালবাসি সেই কথা।


অব্যক্ত ভালবাসাই আজ আমার পরমে
নিখাঁদ প্রমোদতর;
আড়ালেই ভালবেসে যাবো
তোমাকে কখনই দেবো না জানতে,
যদি বুঝতে না পারো।


শ্রাবণের আবেশে মন যেমন হয়ে ওঠে খেয়ালী আনমনা,
যদি না দেখি তোমায় তেমন, কখনই বলবোও না।