যেখানে ভয় নেই,
সেখানে সাহস নেই;
ভয় জন্ম দেয় সতর্কতার;
সতর্কতা ধরে আসে সচেতনতা,
সেই সচেতনতায় সাহসের উদয়,
কখনো বা উদ্ভব হয় নেতৃত্বের;


নেতৃত্ব ছাড়া আসে না গরিষ্ঠ শক্তি,
আসে না মুক্তি,
না জন্ম কৃতিত্বের।


ইতিহাস, তত্ত্ব ও তথ্য, সামাজিক বাস্তবতা,
আদর্শে দৃঢ়তা ভরা সংগ্রাম।
পরিশেষে, নিশ্চিত- সফলকাম!