টনক ট্যারা


দূর্বৃত্ত তো কম নস;
বাইরে থেকে শক্তি আসে,
সেই শক্তিতে আহা কী কসরত!-
যেন সোনায় সোহাগা!


নেশাবৃত্ত মাতালের
দুঃসাহস, অবিবেচিত শক্তি আছে,
যার পায়ের তলার মাটি সরেই আছে-
বুঝলি হতভাগা?


অকর্মতে চূর্ণ করলি শক্ত পাথর,
ঠেলে সরালি পাহাড় চাপা,
নগ্ন প্রলাপ বকেই গেলি-
লজ্বা তো নেই, হারামজাদা!


নিতান্তই সহজ হলে
সবাই বলে-'পানির মতো সহজ',
এই পানিরও বেগ আছে, বন্যা আছে
করস না তো গরজ!


নমরূদের ইতিহাস যথা-
ছিল সে শক্তিমত্তায় ডাশা,
তারে শোচনীয়ভাবে করল পরাজিত
নগণ্য প্রাণী- মশা!


অতি বেশি ছিড়তে গেলে পড়তে হবে,
যদিও কুকর্মের জয় উৎসাহ দেবে-
তবু তোকে খেতেই হতে দাগা!