আমি অন্য কেউ
অবিস্মরণীয় আর নামহীন!


আমি অন্য কেউ
যাকে আমি উৎসর্গ করি
জনসমুদ্রের আত্মমৈথুনকারী
চিৎকারে
জন্তুজানোয়ার আর উদ্ভিদের সঙ্গে শুয়ে
নিজেই নিজেকে টুকরো টুকরো
করতে করতে...


আমিই  অবজ্ঞা
আমিই  আগুন
আমিই  আঘাত
আমিই নিরক্ষরেখা!


আমার পৃষ্ঠার মধ্যে একটা চোখ
দু চারটে শব্দ
মোটা একটা কালির দাগ
সমান্তরাল দিগন্তগুলির স্ফুলিঙ্গ
ধূমকেতুর মতো জ্বলজ্বল করছে
জলতরঙ্গে!


আর কোনো সময় নেই
আর কোনো সময় নেই
না ভোরবেলায়  না সন্ধ্যাবেলায়
না শিল্পের না শিল্পীদের!


চোখ বন্ধের নেপথ্যে
গতিময় মগ্নতা
সবুজাভ শব্দাবলী
দ্রুত পাল্টে যাওয়া দু:স্বপ্ন
ধোঁয়াশার মাঝে  বিক্ষত পৃথিবী!


আমার
না রয়েছে আকাশ, না রয়েছে বাতাস
না পর্বত না  জল
সব কিছুই তুমি!


বৃষ্টিস্নাত নিষ্পাপে যতোই আকাশ দেখ
দাও নাও, নাও দাও
দুটি স্তনের মাঝে বেঁধো না
পৃথিবীর চুম্বন রেখা


স্নান করে জলে
এক বছরেরও বেশি হয়ে গেল
তোমার কথা আমি আর কখনো ভাবি নি!


অন্ধকার থেকে
হতাশার  চিৎকার
মায়াবী আকাশ  
ঘরের মাঝে মাছ
তুমি আমার নামটা ভুলে গিয়েছো!


আমার  বিষুবরেখা অব্দি বিষন্ন দ্বীপ
দ্বীপ
দ্বীপ
দ্বীপ
দ্বীপ
যেখানে কেউ কোনোদিন নৌকো ভেড়াবে না!


তোমাদের তুমির কাছে যেতে চাই
আবার দেখা হবে
আবার দেখা হবে
আবার দেখা হবে!


গায়ে আতর লাগাই
অতলে তলিয়ে যেতে যেতে...
- স্বপ্নময় স্বপন©