হাঁটি  
দাঁড়াই,আবার হাঁটি
স্নায়ুর গভীরে!


অল্পে অল্পে ভাঙনের পথে
জঠরের সাতপাকে বেঁধেছি আত্মা
মাতৃহারা ঘুমে!


কানে কানে
অশ্রাব্য  করতালি
হৃদয়ের অন্ধকূপে রক্তমাখা জনপদ
কড়ি শঙ্খ নুড়ি!


পাথরের ঠোঁটে
মহাকাল ছুঁয়ে স্বপ্নের উতরোল
ঘুমন্ত বন্দরে!


মাছের কঙ্কাল
ধমনীর প্লাবনে ভেসে ভেসে
জিহ্বাজটিলতায় ছিঁড়ে
নদীমুগ্ধ মৃত্তিকার জাল!


জটিল শহর
স্তবকে স্তবকে  অসহ্য সংকেত
অর্ধকামে বিকলাঙ্গ ভূমিষ্ঠ শিশু
উদ্ভিদের ক্ষুধা
মেঘে ও মাটিতে চুমে!


দ্বিধা
হরফে হরফে
সারি সারি অন্ধসুর
রক্তের তুমুল স্রোতে আগুনের ভাষা!


পথে পথে কব্জায় কোটরে
লক্ষ লক্ষ মাছি!


-স্বপ্নময় স্বপন©