রাত্রিসহোদরা,
দেখে যাও, আমার জীবন নকশা
মেঘে মেঘে শতাশ্রু
হাঁটা দিয়েছি দূরে
আমি আগুন পকেটে ভরে
বেঁচে আছি বিস্তৃত অনাগ্রহে!


মেঘেদেরও কর দিতে হয়
ছকবাঁধা আঁকানো ঘরে
বৃষ্টিক্লান্ত বৃষ্টিতে-দ্বিধা আর দ্বন্দ্বে
তবুও তুই তোর মতো করে থাক-ভালো থাক
অদ্ভুত স্বপ্নসীমার অস্পৃশ্য দূরত্বে!


শূন্য থেকে শূন্য পৃথক করে ক্লান্ত আমি
ডুবজল নদীতে যে যার পাত্র ধুয়ে
একইভাবে বেঁচে আছে
আমি তুমি;
পৃথক দ্বীপের মতো একক মরুভূমি!


তোমার সময় কোথায়-সময় নষ্ট করার
নয়টি দীর্ঘ সঙ্গমের
আগুণ জ্বালিয়ে দেওয়া বুনো আবেগের
ঈশান-অগ্নি পেরিয়ে
বিরহিনী বিম্বোষ্ঠে থাকুক গোধূলি
আঙুলে আঙুলে পিপাসার ইচ্ছা-আজো সযতনে খেয়ালী!
-স্বপ্নময় স্বপন©