নিখাদ বিকেল শুধুই নিখাদ বিকেল
বিকেলের কাছে বিকেলের এইটুকু প্রত্যাশা
বিষয়ী মগজে কবিতা ঢোকে না
সারা বিকেল জুড়ে হন্যে হয়ে ছোটে
এক বিকেল কবিতা পড়ন্ত বিকেলে
মৌনমুখর মেঘগুলোর স্পর্শে
ছন্নছাড়া নীলাকাশ বিকেল।
ভুলের মাসুলে বিন্দু বিন্দু ঘাম
শূন্যতার দীর্ঘশ্বাসে বিষণ্ণ বিকেল  
স্বপ্নিল সরবরের জলের তৃষ্ণায়
তৃষ্ণার্ত ক্লান্তির বিকেল
শক্তিহীন সেই বিকেলে
বানান কষ্টে প্রতিশ্রুতিহীন খাঁড়িতে
বেহুদা ভালবাসা কুড়োতে ব্যস্ত ছিল  
উন্মাদ বিকেল বেলা সমস্ত বিকেল জুড়ে
অভিমানী বিকেলের দিকভ্রান্ত অক্ষরের ঝংকারে
ভেসে যাচ্ছে দূষিত জলে
বিষাদময় বিকেলের অধর ছুঁয়ে
শাশ্বত বিকেল বিলাস!
-স্বপ্নময় স্বপন©