বয়স ভুলতেই হতো
তোমার পুকুরের জলে
নিজেকে উন্মোচন করে!


জ্বলজ্বল দুটি চোখ
অগ্নির চেয়েও উষ্ণ মনে হয়েছিল
বৈরী হাওয়ার ইহ সুখে!


নিশ্চিন্তে নিজেকে সঁপে
নরকের দ্বারপ্রান্তে
বিষন্ন নগ্নতার সীমাহীন নীলে!


ওড়না ওড়ে বৈভবে
রঙধনু রঙ রক্ত রঙে
গোপন অসুখ নখের সমতলে
ভয় অদেখা দৃশ্য
বহুদূর বহুদূর!


দ্বিপদ জন্মের হাস্যাস্পদ দীর্ঘশ্বাস
মুখের মধ্যে কেমন
মরে যাবার ভয়, মরে যাবার ভয়
সূক্ষ্ম সাহস নির্জনে নিঃশেষ
ক্রমাগত মোহগ্রস্ত ঠোঁটের আঁধার ঠেলে ঠেলে
মধ্য দুপুর!


দোয়েল ও দয়িতা
দেখার মন্ত্রণা- নতুন জামানা
তোমার আঁটসাঁট ভূগোলে
হাঁটতে হাঁটতে
বয়স ভুলতেই হতো!
-স্বপ্নময় স্বপন©