সম্পূর্ণ শূন্য থেকে শুরু হয় না কোনকিছু
পুরনোর পুনর্জন্ম ঘটে আমাদের ভেতরে
পুরনোতম বোধ ও অনুভূতি
একই ক্রিয়া ও প্রতিক্রিয়ার পুনরাবৃত্তি!


দ্বিধান্বিত সুখের যমজ পিরিতে
অবগাহণের নতুন কৌশল
চারদিকে শব্দের লীলা
মন্ত্রপড়া সুতোর দীর্ঘশ্বাসের সারগাম!


সময়ের স্রোতে
দরিদ্রতম ওষ্ঠও কথা বলে
অজানা ভাষায়!
ভালবাসার চোখে অটোগ্রাফ দেয়
সম্পূর্ণ দুঃখ!
বন্য রৌদ্রে উলঙ্গ দেহে
কী নিদারুণ ধ্বংসলীলায়!


বোধ আর ধর্মে জরাগ্রস্ত প্রকৃতি
অকেজো আর্দ্রতায়
মশাদের পথ মাড়ায়!


তবুও জড়তাহীন
হাটের কুকুর
ঘোলাটে আলোয় ভাষ্যপাঠের ভিতর
অভীপ্সা করেছে শুধু নতুন প্রভুর!
-স্বপ্নময় স্বপন©