সেই একই ধ্রুব শুন্যতা
জীবনের শুরু ও শেষ
ফলাফল শূন্য
এক অলৌকিক বৃত্ত!


আগুন ডানায় ভেসে ভেসে
জীবনের সংক্ষিপ্ত সফর
সময় শুধু রেখে যায়
হাজারও স্মৃতি
শববাহী চৌপায়া খাট
অনন্ত ঘুম অবশেষে!


কতো অতৃপ্ত সময় কতো অজস্র মুহূর্ত
না পাওয়ার বেদনায়
বিনিদ্র রজনীর সচলচিত্রে
অগ্ন্যুৎসবের সঙ্গীত ছুঁড়ে দেয়
মৃত চোখে!


বিষণ্ণ নয়ন
সূর্যের বিপরীতে অথচ সূর্য মুখে
জল ধুয়ে শরীরে বিলীন
বিস্ময়ের সজল পূর্ণিমায়
স্তব্ধ আকাশের দ্বৈত মাতম
উন্মত্ত আঙ্গুলে বর্ণিল স্ফুরণ!


প্রাণহীন পাথুরে চোখ
বিবর্ণ আঙ্গুল
একটি সংক্ষিপ্ত সঙ্গম ঘ্রাণ!


ফেনায় পূর্ণ কেশর
জীবনের প্রমত্ততা শেষে
ক্লান্ত বিধ্বস্ত কম্পমান!
-স্বপ্নময় স্বপন©