আমার ভাষা মুখ থুবড়ে পরে
এক নির্বোধ পশুর মত
দুটো কাঠখণ্ডের পাটাতনে
নির্বিকার তারাদের প্রেমের মায়ায়!


অগুনতি স্বপ্নদিনের অসহ্য সুখপ্রাবল্যে
ঘুঘুরঙা ধুসর জলেরা যেমন
কানায় কানায় পূর্ণ জোয়ার এলে,


শরীরে শরীর ঘষে লিখে গেল প্রেম,
মত্ত হল কলহাস্যে ভালবাসার অতলে তলিয়ে
দিল ডুব নিমগ্নতায়!


আমি তো ডুবেছি প্রেমে সুদীর্ঘকাল
সুদীর্ঘ সময়!
অগণন স্বপ্নদিন বৃদ্ধ হৃদয়ে
মহাকালের পাণ্ডুর শিখায়!


শরীরের জীর্ণতা এনেছে জ্ঞান
প্রতিকূল রাত সাঁতরে
দীর্ঘ নৈঃশব্দ্যের পরে
আত্মা, নত হয়ে বসে প্রেমের ভাষায়!


ওলটপালট মৃত্যুস্বপ্ন অকস্মাৎ!
গভীরতম কাব্য মোর
নিজের করে নিলো হঠাৎ
পুরনো সুরের অন্ধ চাদর!


পিদিমের বিরাগ ভরা শিল্পে ও গীতে
পুরনো গানের মতই হয়েছি এক বাতিল বিষয়!
-স্বপ্নময় স্বপন©