হয়তো আমি আত্মমগ্ন
নিজের ভিতর অন্তর্ভ্রমণ
দিগভ্রান্ত পর্যটকের মতো
আঙুলের বানানে স্বপ্ন বোনা অক্ষর
আজন্ম অন্বেষণ!


কেবলই দেখতে চাই
হুবহু তোমার জোড়া
তন্ন তন্ন খুঁজি
কাগজ কুসুম
নিষ্পাপ নগ্নতা সর্বদাই!


কে বলে দেবে কেন
স্বপ্ন থেকে জন্ম ঝুলে থাকে
শব্দের সাথে চিকন সুতোয়
তৃষ্ণাখনি তোমার চোখের ভেতরে
শূন্য ফাটলে জাগে অসুস্থ জলাশয়!
-স্বপ্নময় স্বপন©