হে অনিন্দ্য ফুল!
তোমার ভীষণ দুর্বোধ্য চোখে
যখনই তাকাই,
অনাগত মহাকাল চেয়ে
আমি মতিভ্রষ্ট জন্মান্ধ থেকে যাই
অধরের ডুবোজলে পুনর্বার ভুল!


হে ভাঁজ-ভাঁজ মেয়ে
নরম শরীরে শাড়ীতে
ভাঁজের পর ভাঁজ
চোখে ঢেকে যায় চোখ,
আঁচলে জড়ানো বিন্ধ্য পর্বত
সুতীক্ষ্ণ বাণীর আভোগ
তাকে স্তন বলি কী করে
পথহারা আমি
যার ঐশ্বর্যের অনন্তে আলো অন্ধকারে
স্পর্শকাতর শরীর ছুঁয়ে!


ছেঁড়া ছেঁড়া
ভুল বানানে বদলী প্রহরে
শরীরের ভাঁজে ভাঁজে লজ্জা
নিটোল নিখুঁত হাতে
মিলনের আনন্দ ঢাকে
প্রেমকাতর চোখে...
উড়ে যাই উড়ে যাই
অদ্ভুত সজীব অক্ষরে!
-স্বপ্নময় স্বপন©