আমার কবিতা তোমার জন্য
নগ্ন, এবং ভীষণ নীল
তোমার ওষ্ঠে ত্বকে মগ্নলোকে
সবুজ এবং বস্ত্রহীন!


তোমার কঠিন অঙ্গে মাংসে ঢোকা যতিবিহীন অপাঠ্য!
ছড়ানো চুলে ওষ্ঠে বিদ্ধ সঙ্গীতময় দ্বিনাট্য!


তোমার শরীর ছাপার অক্ষর
স্পষ্টভাবে চুম্বন করি
প্রেম যেখানে শরীর সেখানে
হৃদয় তো শরীরের বাইরে নয়!


পাতার আড়ালে স্বপ্নবিদ্ধ,
অস্থিতে ক্ষুধা রঙধনুমাখা
দেহভরা কস্তুরী!


এমন শরীরী দিনে!
মধ্যযুগের অন্ধের মতো
আমাকে পীড়ন কোরো না
দু-ঠোঁটে রোদ নিয়ে!
-স্বপ্নময় স্বপন©