ইদানীং দুঃখরা,দন্ত বিকশিত করিয়া হাসে
আমার চারপাশে
কষ্টেরা উচ্চকিত
সূক্ষ্মজাল মশারি টাঙানো বিছানায়
অতন্দ্রিলা নিঃশ্বাসে


সৃষ্টিহীন বন্ধ্যা সময়
ভালবাসার গলগণ্ড প্রেমের খাউজানি
আদিম বর্ষণে
আর্দ্র চৈতন্যের রাহাজানি


জটিল নগরশীর্ষে  
স্মৃতিহীনা মৃত্তিকার নদীভূত বোল
অন্তরে বোধের মাত্রা ঝড়ে উতরোল


সূর্যের চুম্বনে
যৌবনের পাষণ্ড রোদন
যে তুমি হরণ করো
ঠোঁটে চুমু খাওয়ার তীব্র আকাঙ্ক্ষা
মোহাচ্ছন্ন হয়ে অদ্ভুত রক্তমাংসের
অন্তহীন জেগে থাকা।


তোমায় শোনাই, একেকটি আকাঙ্ক্ষার নাম
শষ্প শয্যা ঘিরে মৃগতৃষ্ণার নীল পুষ্পস্তবক
খুব খ্যাপাটে অন্ধকার শুধু তোমার জন্য
আমার আঙুল গভীর চুম্বন-স্তবক


সবুজ তনয়া,তুমি বোঝ না
বাষ্পিত ভালোবাসার
শৈবাল জমানো বাসনা লৌকিক
আশাহত মন তুলনামূলক হাত
পূর্ণিমার মধ্যে হেঁটে যাবে
তোমার
পতি গৃহে পুরোনো প্রেমিক!
-স্বপ্নময় স্বপন©