এই গৃহে হবে না বাস
যে তুমি বৃষ্টিস্নাত মায়াবী শরীর!


শব্দের কষাঘাতে
মূকের ভূমিকা নিয়ে
বিব্রত সবুজের রুপোলি বিলাস!


এই গৃহে
সমস্ত দুপুর সকাল বিকেল সারারাত
নীল নীল বিড়ম্বনায়
নির্বান্ধব পৃথিবীর বাম পাশে শুয়ে
বিপন্ন আশ্বাসে মিশে যাওয়া
নির্বাক কাঠের আত্মায়!


ণ - হন্যে শূন্যতায়
উড়ন্ত ডানার ভাঁজে
জল ডুমুরের ঘুম
দুঃস্বপ্ন থেকে দুঃস্বপ্নে!


অবাক পৃথিবী
সেও খোঁজে রাজকুমারী
জলের স্রোত হয়ে
আবেশের মোহে
অপেক্ষার পাতায়!


অতল ভালোবাসায়
মৃত্যুর বাইরে থেকে
পুনর্বার শুরু
নীড়মুখী স্বপ্নের ভীড়ে
আহত কষ্টের হামাগুড়ি
বিষাদ  বিস্ময়ে
দিকভ্রান্ত মেঘেদের অনির্দেশ যাত্রায়!
- স্বপ্নময় স্বপন©