যাযাবরদের উত্তরসুরি
বোধহয় আমিও
উটের মন্থরগতি ছন্দে
সূর্যকে স্বাগত জানাই
প্রতিক্ষণে-প্রতিমুহূর্তে
চলমান মানুষের কর্মকোলাহলে
বহুপথ পাড়ি ‍দিয়ে
একলা আমি!


আঙুলের কষ্টে নীল কুয়াশায়
আমার কবিতা থেকে
অন্ধকার রাত্রিতে শোকার্ত নদীজলে
বিভ্রান্ত কণ্ঠস্বরের যত্রতত্র বিচরণ!


নক্ষত্রের জন্মের ভেতর দিয়েই
দীর্ঘায়ু লাভ করে নিভৃত জোছনার রঙ
হাজারো বিনিদ্র রাতে পুরনো চাঁদ
একাকী কেবল!


পথে পথে কাছে, দূরে, দিকে দিকে
অনিশ্চিত ভবিষ্যতের অপূর্ব উদ্ভাসন
নিজ বাসভূমে আমিও
একাকী একজন!"
-স্বপ্নময় স্বপন©