এখানে
এখনো রয়ে গেছে
কিছু মানব-আকৃতির পুরুষ-লিঙ্গ বিশিষ্ট পশু!
এখানে আমাদের বাচ্চারা
খুন ধর্ষন সহজ কথার ফাঁকে
খেলে চলেছে “মৃত্যু”“মৃত্যু” খেলা!


এখানে
মানুষ এখনো আহ্লাদিত
এখনো উৎসবে মাতে
রঙিন কাগজে চাঁদের গন্ধ লিখে
আরেকটি উৎসবের খায়েশে
এবং


মা
নি



মেখে পুনর্জন্মের  অপেক্ষা করে!


এখানে এখনো
স্বপ্ন থেকে নির্বাসিত  নারীর ভীত চোখ
গোরস্থান খুঁড়ে চলে
নতুন কোন সুখের খোঁজে,


এখানে এখনো
কিছু কিছু কবি
হাইপ আর হাইপার শেখায়
এখানে এখনো
পরিচিত মুখে অতি পরিচিত
পলিটিক্স আর দর্শন বোঝায়!


এখানে এখনো
দুঃখ শোক আর্তনাদ
তার গন্তব্য জানে না!


এখানে এখনো
রাত কানাগণ
বেদনাপ্রবাহ হাতে নিয়ে
পৃথিবীকে ডিপফ্রিজে ঢুকিয়ে
নির্মাণ করে
ঘুণধরা সহবাস উপনিবেশ।


আর
এখানে এখনো আমি,
অন্ধকারের প্রসারণে
ইঁদুর হৃদয় আর মৃত বৃষ্টি জঞ্জালে

ত্যা
দি

অতিরিক্ত কিছু।
-স্বপ্নময় স্বপন©