এখানে এই সূর্যকরোজ্জল করোটিতে
অন্ধকারের সমাবৃত ভিড়ে
স্মৃতি আর  প্রেম
রক্তের অক্ষরে এখনো মুখোমুখি হয়...


এখানে রৌদ্রের ভিতর
বিষাক্ত অন্ধকার নেমে আসে
জোব্বার দীর্ঘ আস্তিনে!


নিজের জমিতে অবোধ মন
আয়নায় তুলি নিজের মত করে
অথচ সেই পুরোনো ধূলো
সীমান্ত অতিক্রম করে
সংগোপনে স্থিত হয়!


দূর্বল সমর্পণ
নিঃশর্তে দিয়ে যায়
একটি ভাঙন!


এখানে নিকষিত বাতাসে
বর্ণচোরার মতো
দু:খগুলো আড়াল রাখি
করোটির প্রাজ্ঞ নির্যাস থেকে
ছুটতে থাকে মেঘেদের ছায়াগুলি!


সমস্ত মহাশূন্যের বিষণ্ণতা
শিশুদের মুখ জুড়ে এখানে এখন
এখনো এখানে পুড়ে যায় জনপদ
প্রাচীন পৃথিবীর মতন!


এখানে মানুষের শরীরে মাটির অভাব
রৌদ্রের করোটিতে
শূন্যচারী ছদ্মবেশে দখলদার
কালের লিখন!
-স্বপ্নময় স্বপন©