খুঁটে খুঁটে
  যাচ্ছো যাচ্ছো
   শহর, আগুন আর দীর্ঘশ্বাসে!


খুলে খুলে
  দাঁড়ি, কমা
নিমজ্জিত জলমগ্ন অন্ধকারে!


হেঁটে হেঁটে
  মুহূর্তে মুহূর্তে  
দেখেছি মৃত্যুকে জন্মাতে!


কখনো কখনো
প্রেম মুদ্রিত তোমার পৃষ্ঠা খুলে
নীল মশা,আস্ত আঁধার নিয়ে
গুঁজে  দেয় নোখ আর ঠোঁট!


ভেতরবাহির ভেতরবাহির
  ঘুমচুয়া আঁটকুড়ো যুগল শালিক
  হুতাশে মরে যায় হুঁ হুঁ করে!


বহুদূর বহুদূর
ফিসফিস ফিসফিস
শরীরের কথোপকথন
ভুতুড়ে হাওয়া ভুতুড়ে জঙ্গল!


দিতে দিতে
জলকণা তুমুল আগুন
ভিজে ভিজে কিশোরীর আঙুল!



দেয়ালে  দেয়ালে
খড়কুটো-ভালোবাসা
শূন্যতা নিয়ে একা পড়ে থাকে
ঘাসের ঘাসে ঘাসে!
-স্বপ্নময় স্বপন©