ঘটনাক্রম এক:
গণতন্ত্র শব্দের অনুবাদ করছে গুটিকয়েক নেংটি ইঁদুর
পৃথিবীর শরীর জুড়ে নরম মাংসের ওমে
মানুষের অধিকারের স্বার্থে কাকের ঠোঁটে ঠোঁট চাটে
প্রবীণ বৃদ্ধ শরীর বাস্তুতন্ত্র


ঘটনাক্রম দুই:
সারাদিন অরণ্য ঘেঁটেঘুটে/ অসুখের সাথে দীর্ঘ ভ্রমণ
সম্ভাব্য যা কিছু বলার ছিলো
বলা হল না
যাবতীয় সতৃষ্ণ স্বপ্নের অনিবার্যতা শেষে
এ এক অন্য ভ্রমণকথা...


ঘটনাক্রম তিন:
গরম বাড়ছে. চামড়াহীন দুপুরে
নির্দিষ্ট আয়তন ঘামের হোমওয়ার্ক
খাবার পরে মৌনতার ভেতরে
অভ্যস্ত আঁশটে মাছের গন্ধ


ঘটনাক্রম চার:
সময়াভাবে
রতিকুমকুমের সংলাপ আজ থাক…
অন্ধকারে আজকাল আমার শ্বাসকষ্ট হয়
চন্দ্রবিন্দু দুঃখে নদীর উপল খণ্ডে
তুমি স্বর্গ খুঁজলে সর্বাঙ্গে সন্ধ্যা নামে
নিষিদ্ধ চাঁদের রাতে
আর ঘরে ফেরা যায়না…
-স্বপ্নময় স্বপন©