সদ্য-অঙ্কুরোদগম-ঘটা কোনো প্রেমিকা  
খামখেয়ালে ঠোঁটে লাগিয়েছে দাসখত!
প্রেমবঞ্চিত কবি কারো প্রেমকেলী দেখে
করে গেছে দর্শনের নয়া নয়া ধোঁয়াশা
পুনরাবৃত্তির ভুল নিয়ে
মুখস্থ তপ্ত থুতু লেগে
অশ্রুজল পুড়ছে তো পুড়ছেই
ভিতরে, ইতরে, ঘরে বাইরে
অজ্ঞাতনামা রোগে!


বহু দূর হতে দ্ব্যর্থক হাসি
হাজার হাজার বছরের আয়োজনে
ধোঁয়ায় ভেসে ভেসে
বিষবাক্যে শীৎকার করে ওঠে
আমার মগজে!


আমার অনেক ভাবনা
এমন ভাবে চুপসে নিলে রক্ত
মসি ভেদ করে বের হয়
নিশিতে জোনাকির প্রলাপ সঙ্গীত!


একাকী মানসিকতার এক সাধারন মানুষ
বোধের গহীন জলে ভালোবাসার পদাবলী
বেখেয়ালে সৃষ্টি করা হাঁসচুরি ও ভালবাসার গল্প!


সানগ্লাস চোখে নগরের তরুণীপাল
দেখলেই বলি- ‘দোস্ত, দেখ দেখ, হেভভী...
যারা দেখে না
আমি বলছি না, ওরা ধোয়া তুলসী পাতা,  
ওরাও তাকায়, কিন্তু…..
বুঝুক না বুঝুক,জানুক না জানুক...
কুয়াশার আড়ালে লুকানো ঘটনা
এপারে লোকের নিন্দা, ওপারে আফসোস
সৌন্দর্য খুঁজে স্লিভলেস জামাতে, রগরগে ম্যুভিতে।
সৌন্দর্যের বলিদান সমাজে!


নুনের মতোন দুঃখ নিয়ে
এখনো তাকিয়ে আছি নারীর চাহনিতে
দুধে ধোয়া শরীরের
পোড় পাওয়া অভ্যস্ত প্রেমে!


এক সুডৌল দৃশ্যহীনতায়
চারিদিকে বন্ধ, বন্ধ কবিতার চোরাগলি
একাকীতে আমি আজ অন্ধ!


রাতের নিশাচর
আধবেলা পুরনো স্মৃতি কাতরতা
নিজ ছায়া অতিক্রম করে যায় নিজেকে!
-স্বপ্নময় স্বপন©