যখনই দেখি
তোমাকে দেখি না
দেখি
দুপুরখেকো  দগ্ধপরাণ,
আবছায়া চাঁদ, জানালার মন উচাটন
বরফ-রাতের সৌষ্ঠব টানটান!


যখনই দেখি
তোমাকে দেখি না
দেখি
রঙিন ডানার রঙ
ফলের বাগান
গৃহবন্দী রাত্রির গান!


যখনই দেখি
তোমাকে দেখি না
দেখি
সব্জী ক্ষেত, জোড়া বর্তুল
শংখবিদ্ধ চোখে জ্বলে
দাউ দাউ
জ্যান্ত থামের আগুনে তুমুল!


যখনই দেখি
তোমাকে দেখি না
দেখি
জিয়ল মাছ,আস্ত কাতলা,শীতল সরস
মাছের বিকারে সব অবশ বিবশ!


যখনই দেখি
তোমাকে দেখি না
দেখি
পাখির উড়াল
ঠোঁট  শুষে নিয়ে
সুরা উন্মত্ত উন্মাতাল!


যখনই দেখি
তোমাকে দেখি না
দেখি
ছিন্ন ভিন্ন জ্যামিতির
ধূমায়িত নাভিমূল
সপ্রতিভ শূন্য কলস!


যখনই দেখি
তোমাকে দেখি না
দেখি
বহু বাঁকময়
নরম কাদার মাটি
বাঁকে বাঁকে অজস্র উত্তাপ
দিনব্যাপী নিতান্ত অলস!


যখনই দেখি
তোমাকে দেখি না
দেখি
জল আর জল
অতলে তল
আমার নিজস্ব নদী
কলকল ছলছল খলবল খলবল
তরঙ্গে তরঙ্গে সেকি উত্তাল
দিনমান সাঁতরায় অন্য রাখাল!


যখনই দেখি
তোমাকে দেখি না
দেখি
কাঠপাতিহাঁসী
আমার উর্বর বিলের জমি
দাও তাঁরে উদোম করে
আলভেঙ্গে সে ঠেলে যায় ফাল
নুনের আগুনে পোড়ে পোড়া কপাল!


যখনই দেখি
তোমাকে দেখি না


দেখি
আমার নিজস্ব আকাশ
নিয়ে গ্যাছো
আমাকে নিলামে তুলে
অজগরের গ্রাসে!


দেখি
হাজার হাজার সুতো
অসংখ্য মুখোশে!


যখনই তোমাকে দেখি
শাড়ীর দরোজা খুলে
কখনো বুননে তোমাকে পাই না!


শব্দের চেয়ে  ঘনিষ্ঠ একাকী পথ- আমার উল্টো পথে হাঁটে না!  
- স্বপ্নময় স্বপন©