জলগর্ভা নারীর কুসুমদেহে
পিয়াসি করে যায় খরা বিক্ষত
বিমূর্ত হাহাকার!


বৃষ্টিক্লান্ত চুম্বনফুলের
অপার্থিব ঘ্রাণ নিয়ে মরে যায় পিঁপড়ারা
শীতলপত্রে পরকীয়া প্রেম, চুপ চুপ ডুব
একটু দুরে
বিপন্ন বিস্ময়ে বিমর্ষ প্রতিদিন করে খেলা
অবাকমুখ রমনীর
রক্তের ভেতরে
মৃদঙ্গ তরঙ্গে সমাহিত আদি সঙ্গীত!


রুপালী ফিতায় লক্ষ ভ্রষ্টমেঘ
আমার চোখে বর্তমান গরাদে গহীন
যৌনাভিলাসে স্বপ্নবাজ যুগলবন্ধনে শ্যাম অঙ্গার!


মাঝরাতে ঐ সব ভেবে
অতি মানবী খোঁজে
দেহমন্দিরে যোগ্য পুরোহিত!


ভিন্নতায় বিচ্ছিন্ন
শ্যাওলাদীর্ণ দেয়াল-দেহ-স্বপ্ন
রতির মাঠে – ছায়াচ্ছন্ন!
-স্বপ্নময় স্বপন©