মসলার গন্ধমাখা শরীরের সুবাসে
তোমার ফুসফুস দিয়ে আমি শ্বাস নেই
বৃষ্টিতে স্নাত হয়েও না ভিজে
মনোরম বেগুণি বৃত্তাবৃত স্তনচূড়া থেকে
গড়িয়ে পড়তে পড়তে
তোমার মানচিত্রে আঁচড় কাটি
দেহের গভীরে আমিও ক্ষমতালোভী!


মৃত নাসপাতিটির মতন নীরব
নৃতাত্বিক বিবর্তনের গনতান্ত্রিক দেশ
আমার বাংলাদেশ!


  
এখানে আজও
ইঁদুরের সাথে লাল পিপঁড়া উৎসব করে; কেঁচোও উদ্ধত হয়
জলাবর্ত তরঙ্গের বিভৎস আনন্দবিহার
দৃষ্টিসীমার দিগন্তে গহীন জলজ আধাঁর!


মেনকার স্বর্গে শ্রাবনী আবেগ
বিশ্বামিত্রের তপস্যায় শকুন্তলার অনুভব
সভ্যতার উন্মোচন মাংসাশী শৃঙ্গে
তরল আগুনে ভিজে
অশ্রু শস্যের ভেতরে
রক্তাক্ত অভিভূত বনফুল
জল ভ্রমে জ্যামিতিক ভুল!


-স্বপ্নময় স্বপন©