এই যে তোমার ঘ্রাণ, বাঁকা হাসি
কামের চাহনি
ছুঁলে আগ্নেয়গিরি
উন্মাদনীয় ঘামে ভরা শরীর
রাক্ষুসী ডাইনির লোলুপতা
চাকুস চুকুস!
চল,পরকীয়া করি
একটু আধটু
টুকুস টাকুস!


দোষ কি,
যে তুমি গলে পড়া মোম
অগ্নি ছোট্ট তরী
ভালবাসার সূক্ষতা কম
সদ্য সাদা মেঘে
চল ওড়াই রতির পালক
দ্বিধা কেন আজমাকে দেখো
আমিও সক্ষম বালক!


বুঝবে কি আরও আরও আরও
তোমাকে সকলে চায়
সম্বলহীন আমিও!
-স্বপ্নময় স্বপন©