শুনছি,    শুনতে পাচ্ছি,    শুনিতে    পাইতেছি।
মোমবাতি, জল, জলবিদ্যুৎ, সিন্ধুভৈরবী,
সন্ধ্যায়, মাঝরাতে, দ্বিপ্রহরে, ভোরে,
অপূর্ব পীত রসে,
তোমার দ্রাক্ষারিষ্ট সুরাসার!


চাহনি মদির নয়   কিন্তু অনর্গল
কামচিহ্ন আঁকা অধিক কাঁচুলি
প্রত্যেক ঠোঁটে,
পালটায় কবিতার রঙ,
ক্রমে
ঘর থেকে রাজপথে, প্রকাশ্য সড়কে,
হাই ওঠে।হাই হিলে।রাত্রি ঘুমায়।
দক্ষিণের।ঘ্রাণময় গাঙ্গেয় বাতাসে

-স্বপ্নময় স্বপন©