আমার বড় দুঃখ হয়
প্রেমিকা কেন যে অপরের হয়!
অপরের প্রেমিকার বুকের দিকে চেয়ে
আজকাল দিন কাটে বিরহের!


স্বর্গ ও নরকের মধ্যিখানে
নগ্ন রোদের বিছানায়
চা’য়ের কাপে প্রশ্ন রেখে মুখে তুলে ধরি
পেয়ালা বিষের!


আগুন কামড়ে স্তনের সাধ
প্রেমের আকাঙ্ক্ষা বেঁচে থাক
পৃথিবীর মায়া
চোখের ধোঁয়া
ঝাপসা হ’তে হ’তে
উষ্ণ স্তনে মৃত ব্যাঙের কান্না
বালিশ নাকে চেপে মৃত্যুযাতনা!


মগজে কেবল জ্বলছিলো আগুন
কল্কির চোখে  ধোঁয়া
চাঁদের রক্ত মিছিল
নরকের দরোজায় নিয়ে যাক!
আহ!উৎসব!
আমি চাইনি সে প্রেমিকের হাত ধরে
সমুদ্রে বসে থাক!


সৌন্দর্যের আর্তনাদ
বিষাদের অনুভব!


সুন্দরিতমা! হে নারী!
রাজহাঁসের পেছনে দৌড়নো মাংসল হাঁস
ঈর্ষা তোমাকে করি-


আমি সহজ মানুষ,  আমি ব্যর্থ!
নারীরা আজও কবিদের অবহেলা করে!


ক্রমশ মহৎ মানুষ  ক্রমশ জানোয়ার
ক্রমশ আলো  ক্রমশ অন্ধকার!
-স্বপ্নময় স্বপন©