স্বপ্নতাড়িত মালিনীগণ!
দেহতত্ত্ব মুখরিত
ঘুমন্তশ্বাসে নীলাভ চুম্বন
ইতিহাস ছোঁয়া
স্নায়ুবৃক্ষের চক্রবৎ বৃক্ষকান্ড
গূঢ়তত্ত্ব সনাতন!


স্রোতস্বিনী কন্যাগন,
জলের শরীরে জলধারা ঝরে
পান কৌড়ীর ডানার মতোন
খুলে দাও
খুলে দাও
সব্রীড়া বাঁকের সমস্ত ভেজানো কপাট
জলের প্রহর দেখুক নিঃশ্চুপ
স্বপ্নচুড় ছলকে জলডোরার চলন!


অক্ষয় যুবতীরা,
আষাঢ় সন্ধ্যায়  
আমাকে চেনায়
মানুষের ঝাঁক
ইঁদুর
ব্যাঙ
পশু
মাছ
পাখি
মাটি
খড়ের গাঁদা
জলপাংসুলতায়!


উষ্ণ অধরাবতীদের
সারস স্তনের স্তননে
জ্বলে যায়
শবাধারে বিম্বিত ভালোবাসা!


অক্ষরে আমূল
কালচক্রে  
কষ্টকলা যা কিছু শেখায়
রমণে কম্পিতা কুমারীর
নিম্ননাভিমূল!


গন্ধভরা ঘাসে
আমি জাতক হরিণের মতো
গ্রীবা রেখে শিখে যাবো
তামসিক কামকলা!


নিবিড় প্রবোধে সত্য নির্বাণে!
- স্বপ্নময় স্বপন©