এই দিগন্তরেখা  
এই গৃহ
এই নিরিবিলি
এই আস্থা
এই বিশ্বাস!


অন্ধকারের ছায়ারেখা ঘেঁষে
নিজ হাতে গড়া
আমার নিজস্ব ভুবন!


আমার শরীরের সতত ডানায়
অন্ধ শিশুর মতন
নীলের আধিক্য পেছন আঙিনায়
তোমার সবুজ খোসার কমলালেবু
তোমার তপ্ত সৈকতের আলো!


আমার শূন্য গৃহকোণে নিখাদ নক্ষত্র হতে
পৃথিবীর ফিসফিসানি নিজেকে বলতেই হবে!
-স্বপ্নময় স্বপন©