অন্ধকারের চন্দ্রধোয়া ক্ষতবিক্ষত শরীরে
ত্রিমুখি বুননের রূপালী কষ্ট।


আমার জন্মজ্ঞান নাই
স্থানকালপাত্র জানা নাই
এডিবি’র অনুদান ছাড়াই
গোপন ক্লোরোফিলে যত্র তত্র
যখন তখন জন্ম আমার
বেজন্মার হদ্দ-


মনের খেয়ালী ধ্রুপদী রঙে
অবিশ্বাসী নিঃশ্বাসের বিমুগ্ধ আনাগোনা।


নির্ঘুমপথ
রাত গভীর হলেই
অদ্ভুত এক ঘুণপোকা
কাটতে থাকে...


রিখটার স্কেলে মাপযোগহীন মাত্রার ভূমিকম্প হলেই...
দাঁড়িপাল্লা নিয়ে নিলামে তুলবো
স্রষ্টার শিল্পালয়...
-স্বপ্নময় স্বপন©