যদি হতো পুনর্বার
শাশ্বতের অনন্ত চুম্বন…
পৃথিবীকে দিতাম নতুন জীবন
নীরব বাগিচায় গোত্রের পত্তন!


অসুখ আর অমৃত;
লাবণ্য আর আগ্রাসন
আপাতসরল,
অনাড়ম্বর উড়িয়েছে পাল ধমণী-শিরায়
অন্তহীন জীবনের গান
কালের অম্বর!


মধ্য বয়সে ভ্রূণ হয়ে ফিরে যাই
মমতাঘন উষ্ণ মাতৃজঠরে
বয়সের দোষে
শরীরের চৌদ্দভাগে জৈবনিক জটিলতা,
কোমল চন্দ্রালোকে
তিনটে কঙ্কাল খুলে
মুগ্ধচিত্ত পাহাড়ের মৌন রক্তাশ্রুর পঙ্‌ক্তিমালা!


জন্মান্ধ দোয়েলের তিনচোখে
দোটানায় নকল ভোরের শয্যাঘর
আয়নায় আলো হয়ে নারীর এই
পুনর্জন্মলাভ-ভিন্ন কিছু নয়
ক্রান্তিকালের শিল্প বলে কিছু নেই!


বিদ্রুপ-বৃষ্টিতে স্নাত
হাঘর বাউণ্ডুলে গোপন পিরিতি পীড়িত
সূর্য ঢুকে যাক হৃৎপিণ্ড ছিঁড়ে
দিবারাত্রি বল্গাহারা
স্তনমোহ থেকে মুক্তির খোঁজে
আজ মধ্যবয়সে এসে
দ্বিধা দ্বন্দ্বে নির্বাসনে একা!
-স্বপ্নময় স্বপন©