নগরীর শিখর থেকে
শব্দহীন নেমে আসে পৃথিবীর
সংখ্যাহীন নখর আর উত্থিত সুঁচ নিয়ে
নিঃশব্দ শয়তান

নেমে আসে
শহরের চোখ কান নাক বেয়ে
দিনে রাতে
মুহূর্তের চেয়ে দ্রুত
লক লকে জিভ

॥জিভের কাছে ভেদাভেদ হীন
=হরিণ এবং  গোলাপের ঠোঁট
=কিশোরী ও যুবতী রঙিন বেলুন

লকলকে জিভ
বিবিধ বেলুন থেকে
দুধ শুষে নিতে নিতে
চুক চুক শব্দ তোলে।

≥পাখি হতে চায় মাছ
≥মাছ হতে চায় সাপ
≤সাপ হতে চায় মানুষ

অথচ মানুষ এখন শুধু
হতে চায়, হয়ে যায়
অনিবার্য জিভ।
-স্বপ্নময় স্বপন©