অধিগ্রহণে নাও ঠোঁট
জন্মান্তর পড়ে থাকা পীড়িত নগরী
ঠোঁট দিয়ে যথেচ্ছ শুষে নাও
রক্তচোষা চোখ!


ঠোঁটে ঠোঁট ভিজিয়ে
জাগরূক অভিমানী মৃত মুখ
ঠোঁট দিয়ে অপাপবদ্ধ বক্ষে পালক গুছিয়ে
এক ঝাঁক প্রজাপতির রঙিন আখ্যান
যন্ত্রনায় জ্বলে!


নিজের মতো করে
জিয়লমাছ স্খলিত দেহে
চাষবাস অক্ষর পঙতি দাড়ি কমা!


চাঁদের রক্তে
রঙ বদলের ঠোঁট
সমুদ্রে বসে থাক
সন্ধ্যার আত্মায় ওষ্ঠের ঘুম
ভয়ংকর শূন্যতায় ঝুলে!


এইখানে ঠোঁট রাখো
আগুন কামড়ে স্তনের সাধ
আমাদের পরবর্তী পৃথিবী নিয়ে
শঙ্খস্তনের স্তননে
একা শুয়ে দীর্ঘকায় অশরীরী কাঁধ!
-স্বপ্নময় স্বপন©