উৎসব শেষে
দিনের প্রথম আভা
অনাহুত আগন্তুকের মতো
হামাগুড়ি দিয়ে
শুঁকে নেয় বাতাসের নোনা স্বাদ
তখন
মনের জানালাগুলো
আরক্তিম হয়
পরষ্পর!


গাংচিল চুমো খায়
সোনালী সূর্যাস্তের ঠোঁটে
ইতস্তত ভাবে
উন্মত্ত বিক্লিষ্ট কুম্ভীর মতো
বৃষ্টি বর্ষণহীন
নিশ্চুপ শীতল নীরবতায়!


তুমি হেঁটে চলে যাও উজানের স্রোতে
আমার ঠোঁটজোড়া
তবু কথা বলে চলে
শব্দহীন
স্বপ্নাবিষ্ট জাগরণে!


নারীতে নিহিত
সমুদ্রের উষ্ণ তলপেট
বিস্ময়ে থরথর কাঁপে
স্বপ্নদর্শীদের চেতনায় হেঁটে আসা
কবিতাটির সংগে
পৃথিবীর চুম্বনসিক্ত
বিমর্ষ ঝুলবারান্দায়!


ভূ-নৈসর্গের উন্মোচিত শয্যায়
প্রেমময় দ্যুতির বিস্ময়াকুলতা
সমস্ত উচ্ছলতা নিয়ে
সরলতা ঘিরে থাকে
সর্পিল সত্ত্বায়!


কখনও কি ঘুমিয়েছ সমুদ্রের পাশে?
কাটিয়েছো কি এক পশলা হাওয়ায়
পিচ্ছিল মুহূর্তগুলোর কুস্তিমত্ত দীর্ঘতর রাত!


অদ্ভুত চমৎকার নগ্নতা! কী তরতজা স্বাদ!
-স্বপ্নময় স্বপন©