ক্লান্ত-ক্লান্ত করে
বিকলাঙ্গ অন্ধ ভিড়
এক বিপন্ন বিস্ময়
অন্তর্গত রক্তের ভিতরে
সমস্ত হেমন্ত সন্ধ্যায়
কী যে কথা কও
কেন কথা কও
লালসার শেষে লালসা পুনরায়!


এখন এসব পুরনো লাগে
পায়রা শালিক
নোনা গন্ধ
সহজ পংক্তি, কঠিন ভাষা
কাঁচা হাত, কাঁচা কবিতা...
কাঁচা দেয়ালের কিছু মায়া
অবৈধ সঙ্গমে
অন্ধকার দংশনের অস্থির আবেগে!



আর্তনাদ আর্তনাদ
অগ্নিযজ্ঞের নীচে অখণ্ড দুঃখের যুগলবন্দী ইতিহাস
অন্ধকারে কব্জি ডুবিয়ে যায় স্বপ্নদষ্ট নরম ডানার দীর্ঘশ্বাস!
- স্বপ্নময় স্বপন©