আমার মাথার ভিতর
এক শূন্য বাড়ি
কেউ ধীর পায়ে ঢোকে,
ক্রমাগত মাথাটা ঝাঁকাতে ঝাঁকাতে
ডানা মেলে উড়ে চলে যায়—
আমি অসহায়!


আমার খিদে শতচ্ছিন্ন পোশাকে
হলুদ প্রণয় আগুন-রঙা মধ্যরাতে
বিধৌত আকাশের উড়ন্ত শঙ্খচিল
রোজ রাতে ছায়ামূর্তি, দাবড়ে বেড়ায়
ভোরের লোভে আগুন, মেঘে ছুড়ে দেই
কিসব লিখছি আমি!এখানে তো সুর্য নেই!
-স্বপ্নময় স্বপন©