প্রয়োগকালের কথা ভুলে অনির্বাণ প্লাবনের স্রোতে
শরীরের তলে শরীর ঢুকে গেছে উদোম সাগরে
জলের স্বাদ জলে স্বাদু রস টানে
নাতিশীতোষ্ণ মোম টুপটাপ
আমার দারুণ লোভ বাড়ে
আমার খুব ভিতরে তুমি চুপচাপ
জরায়ুজমি লাঙল ফলার আভায়
ভুল ঘরে ভুলে
কাটাকুটি খেলতে খেলতে
নেচে উঠেছে মাদলে
দেখেছি শ্রাবণ উত্থান পতন
কী ভীষণ ক্ষত দাঁত দিয়ে ছিঁড়ে!
যাঞচা করতে পারি অন্য মেঘ
নিঃশেষ মধু ওম ওষ্ঠাধরে !
-স্বপ্নময় স্বপন©