প্রচ্ছদপটের নীচে
লাল জিহ্বাগুলো ঘণ্টা বাজায়
পাথরের ছায়ায়
গভীর রাতের আঁধারে
প্রহর ভেঙ্গে ঠোঁট এখনো পোড়ায়!


স্নায়ুজ উরুতে জ্বলন্ত আগুন
শরীরে শরীরে অচ্ছুৎ শরীর জমে
রক্ত জবার আয়ুষ্কালে
মুখোমুখি অন্ধকারে
দীর্ঘতর ভেজা চুম্বনের পাশা খেলে
দুর্বোধ সঙ্গমে দ্বিমুর্ত ফাগুন!


বিহঙ্গের ডানায়
উত্তাল নক্ষত্রের অসভ্যতা
নিষিদ্ধ আঙ্গুলে!


পাঁচটি হ্রদ পাঁচ রকম বসন্তে
তোমার ঠোঁটের রক্তিম আভায়
পাখিদের সমুত্থান
একাগ্র সুনীলে!
-স্বপ্নময় স্বপন©